Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

  • প্রোফাইল
  • দায়িত্বের বিবরণ
  • কর্মসূচি
  • দায়িত্বপ্রাপ্ত শাখাসমূহ

দায়িত্বের বিবরণ

শাখার নাম

কার্যপরিধি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সাধারন শাখা

বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা।

বিভিন্ন শাখার কাজ সমন্বয় করা।

উর্দ্ধতন কর্তৃপক্ষের পরিদর্শন জনিত কাজের আনুষাঙ্গিক বিষয়।

স্কুল, কলেজ, মাদ্রাসা সংক্রান্ত কার্যক্রম

প্রেস স্থাপনের অনুমতি প্রদানের কাজ।

সংবাদ পত্রের ডিক্লারেশন।

সিভিল ডিফেন্স।

সমাজ কল্যাণ মূলক।

আনসার ও ভিডিপি সম্পর্কিত কাজ।

জেলা আর্মস সার্ভিসেস বোর্ড সম্পর্কিত কাজ।

খাদ্য সরবরাহ সম্পর্কিত কাজ।

কৃষি পণ্য বিপণনী, সরবরাহ ও নিয়ন্ত্রণের কাজ।

রেজিস্ট্রেশন সম্পর্কিত কাজ

সরকারের পক্ষে বিধি প্রণয়ন

মুক ও বধির সম্পর্কিত কাজ।

আন্তর্জাতিক সীমানা সম্পর্কিত কাজ।

চোরাচালান দমন সম্পর্কিত কাজ।

গণসংযোগ সম্পর্কিত কাজ।

মুক্তিযোদ্ধা পুনর্বাসন সম্পর্কিত কাজ।

পরিবার পরিকল্পনা কর্মসূচী সম্পর্কিতকাজ।

নবীন কর্মকর্তাদের কর্মকালীন প্রশিক্ষণের প্রসতুতি সম্পর্কিত কাজ।

ভরপ্রাপ্ত কর্মকর্তা,

 সাধারন শাখা

ফোনঃ ০৫৯১-৬১২৮১

সংস্থাপন শাখা

বার্ষিক এবং সংশোধিত বাজেট প্রনয়ণ।

অধস্তন অফিস এবং শাখার বরাদ্দ নিয়ন্ত্রণ।

ব্যয় নির্বাহের বিবরণ প্রস্তুত।

অফিসার ও কর্মচারীদের বেতন বিল ও টি.এ.বিল প্রস্তুত।

কর্মচারীদের পেনশন সম্পর্কিত।

কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, চাকুরিচ্যুত ইত্যাদি কর্মচারী প্রশাসন।

অধস্তন অফিস এবং কালেক্টরেটের কর্মচারীদের অাবেদন নিবেদন, গোপনীয় রিপোর্ট ইত্যাদি সম্পর্কিত।

কালেক্টরেট কর্মচারীদের সিকিউরিটি জমা দেয়ার কাজ সম্পর্কিত।

      কর্মকর্তা ও কর্মচারীদের কর্মকালীন প্রশিক্ষণ সম্পর্কিত প্রোগ্রাম।

ভারপ্রাপ্ত কর্মকর্তা,

সংস্থাপন শাখা

নেজারত শাখা

কনটিনজেন্সী ও কন্ট্রাক্ট রচাদি সমপর্কিত

আসবাবপত্র সরবরাহ

যানবাহন সম্পর্কিত

সার্কিট হাউস ব্যবসহাপনা সম্পর্কিত কাজ

প্রোটোকল দায়িত্ব পালন।

৪র্থ শ্রেণীর নিমিয়াল কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি, পেনশন, চাকুরিচ্যুতি, শৃঙ্খলা ইত্যাদি কাজ।

সমন ও অন্যান্য কাজ।

নেজারত ডেপুটি কালেক্টর,

ফোনঃ ০৫৯১-৬১৩৩৬ (অফিস)

তথ্য ও অভিযোগ শাখা

প্রাপ্ত অভিযোগের তদন্তের ব্যবস্থা গ্রহণ করা

     তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা

ভারপ্রাপ্ত কর্মকর্তা,

তথ্য ও অভিযোগ শাখা

 

ফরম, ষ্টেশনারী ও লাইব্রেরী শাখা

সরকারি ফর্মস ও স্টেশনারি বিভাগ হতে আবশ্যকীয় ফর্মস ও স্টেশনারি দ্রব্যাদি সংগ্রহ করা সম্পর্কিত।

আবশ্যক ক্ষেত্রে স্থানীয় বাজার হতে ফর্মস ও স্টেশনারি দ্রব্যাদি খরিদ করা।

বিভিন্ন শাখায় এবং অধঃস্তন অফিসে ফর্মস ও স্টেশনারি সরবরাহ করার ব্যবস্থা করা।

কালেক্টরেট লাইব্রেরি সংরক্ষণের ব্যবস্থা করা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা,

ফরম, ষ্টেশনারী ও লাইব্রেরী শাখা

গোপন শাখা

জেলার যাবতীয় গোপনীয় কার্যত্রুম সম্পর্কিত কাজ

অফিসারদের বার্ষিক গোপনীয় অনুবেদন সম্পর্কিত কাজ

পাক্ষিক গোপনীয় প্রতিবেদন

বিশেষ পাক্ষিক গোপনীয় প্রতিবেদন

জেলা প্রশাসকের ভ্রমণ সূচী ও ভ্রমন বিবরনী

জেলা প্রশাসক সম্মেলন সংক্রান্ত কাজ

সাইফার বার্তা প্রাপ্তির পর জেলা প্রশাসক কর্তৃক তথ্য উদ্ধার পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

নিরাপত্ত সম্পর্কিত কাজ।

রাজনৈতিক বিষয় সম্পর্কিত কাজ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা,

গোপনীয় শাখা

ফোন: ০৫৯১-৬২০৩০ (অফিস)

আইসিটি শাখা

        জেলার যাবতীয় তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ

        তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

        জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান

        ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের তদারকীর মাধ্যমে জনসেবা নিশ্চিত করণ

        তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা

        তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রবাহ নিশ্চিতকরণ

                ভারপ্রাপ্ত কর্মকর্তা,

                  আইসিটি শাখা

             ফোন: ০৫৯১-৬১০১১

 

কর্মসূচি