শাখার নাম |
কার্যপরিধি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
রাজস্ব শাখা
|
কানুনগো, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, ট্রেসার এরং রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সংস্থাপন সংক্রান্ত কার্যক্রম ভুমি রাজস্ব সম্পর্কিত যাবতীয় কার্যক্রম খাস জমি বিতরণ সম্পর্কিত কার্যক্রম সাযরাত মহাল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম উচেছদ মামলা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সীমানা বিরোধ সংক্রান্ত কার্যক্রম অর্পিত সম্পতি ব্যবস্থাপনা, বন্দোবস্ত, নবায়ন সংক্রান্ত কার্যক্রম ১ নং খাস খতিয়ানভুক্ত জমির গাছপালা এবং পুরাতন মালামাল নিলাম সংক্রান্ত উপজেলা ভুমি অফিস, ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ, মেরামত ও সংস্কার সংক্রান্ত আবাসন আদর্শগ্রাম, আশ্রয়ন, গুচছগ্রাম সংক্রান্ত ভুমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত দাখিলা, ডিসিআর, ফরমস ও স্টেশনারী সিলিং বর্হিভুত জমি সংক্রান্ত ওয়াকফ/দেবত্তর সম্পত্তি সংক্রান্ত চলমান জরিপ সংক্রান্ত ভু-সম্পত্তি জবর দখল সংক্রান্ত এবং সীমামত পিলার সংক্রান্ত |
রেভেনিউ ডেপুটি কালেক্টর |
ভূমি হুকুমদখল শাখা
|
প্রত্যাশি সংস্হার জন্য আবশ্যকীয় ভুমি অধিগ্রহণ করা এবং গেজেট বিজ্ঞপ্তি জারি করার ব্যবস্হা করা অধিগ্রহণের পূর্বে আবশ্যকীয় তদন্ত করা ক্ষতিপূরণ ধার্য করা ভূমি অধিগ্রহণের জন্য মালিকদের ক্ষতিপূরণ দেয়া বাড়ি ঘর রিকুইজিশন করা সরকারি অফিস ও শিল্প প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ করা অধিগ্রহণকৃত ভূমি আবশ্যক ক্ষেত্রে মালিকদের প্রত্যাবর্তণ সম্পর্কিত কাজ |
ভূমি হুকুমদখল কর্মকর্তা |
আরএম শাখা
|
সরকারি সম্পত্তির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সরকারি পক্ষের জন্য প্রমাণাদি সংগ্রহ করে জি.পি.কে সাহায্য করা। মামালার আর্জির দফাওয়ারি বিবরণ প্রস্তুত করা। আবশ্যক ক্ষেত্রে সরকারি স্বার্থ রক্ষার জন্য সিভিল কোর্টে মামলা দায়ের করার ব্যবস্হা করা। আবশ্যক ক্ষেত্রে আপিল কেস দায়ের করার ব্যবসহা করা। সলিসিটর উইল/ পাওয়ার অর এটর্নি/ বিনিময় পদ্ধতি রাজস্ব বিভাগের সকল আপীল মোকদ্দমা পরিচালনা সংক্রান্ত |
ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরএম শাখা |
রেকর্ড রুম শাখা
|
ফৌজদারি কেসের রেকর্ড সংরক্ষণ করা রাজস্ব কেসের রেকর্ড সংরক্ষণ করা সেটেলমেন্ট বিভাগ কর্তৃক প্রসতুত ভূমি রেকর্ড সংরক্ষণ করা রেকর্ডের সার্টিফাইড কপি ইস্যু করা রেকর্ড শ্রেণী বিন্যাস করে অপ্রয়োজনীয় রেকর্ড নিষ্পত্তি করা রেকর্ড বাধাই করার ব্যবস্হা করা রেকর্ড ও নকশা জনগণের নিকট বিক্রি করা কোর্ট কর্তৃক তলবকৃত রেকর্ড বা তথ্য সরবরাহ করা |
ভারপ্রাপ্ত কর্মকর্তা, রেকর্ড রুম শাখা |
জেনারেল সার্টিফিকেট শাখা
|
পি.ডি.আর এ্যাক্ট মোতাবেক বকেয়া দাবি আদায়ের রিকুইজিশন প্রাপ্তির পর সার্টিফিকেট কেস শুরত করা সরকারি ও বেসরকারী(ক্ষেত্র বিশেষে) বকেয়া পাওনা আদায় করার ব্যবস্হা করা |
জেনারেল সার্টিফিকেট অফিসার |