Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

খবর

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে ২য় শেখ রাসেল দিবস ২০২২ পালিত

নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো শেখ রাসেল দিবস - ২০২২। ২০২১ সালে প্রথমবার সরকারিভাবে এ দিবস ঘোষণার পর এবার দ্বিতীয় বারের মত 'ক' শ্রেণির জাতীয় দিবস হিসেবে দিবসটি পালিত হলো। দিবসটি উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’।

এ উপলক্ষ্যে লালমনিরহাটে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালী, সেমিনার, রচনা প্রতিযোগিতা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রং-বেরঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড, বেলুনসহ ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

ছবি


ফাইল


প্রকাশনের তারিখ

২০২২-১০-২৪

আর্কাইভ তারিখ

২০২৩-১০-৩১