লালমনিরহাট এইচ.ই. স্কুল একটিঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্নে ১৯১৯ সালে প্রথমনামকরণ করা হয়েছিল ‘গণেষ নারায়ণ করনেশন ইনস্টিটিউট’। ১৯২২ সালেকলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে এর পরবর্তী নামকরণ হয়লালমরিহাট এইচ.ই. স্কুল। ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সর্বপ্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৬১ সালে বিদ্যালয়টি সরকারেরপাইলট স্কিমের অন্তর্ভূক্ত হয়ে পরবর্তী নাম করণ হয় ‘লালমনিরহাট মডেলহাইস্কুল’। ১৯৮১ সালের ৪ এপ্রিল বিদ্যালয়টিজাতীয়করণ করা হয়।
লালমনিরহাট এইচ.ই. স্কুল অবিভক্ত ভারত বর্ষের তথা উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী একটিশিক্ষা প্রতিষ্ঠান। তৎকালীন লালমনিরহাট শহরে ব্যবসা বাণিজ্য চাকুরীপ্রভৃতি ক্ষেত্রে স্থানীয় লোকজনের চেয়ে প্রভাবশালী মাড়য়ারী ও ইংরেজদেরপ্রভাব প্রতিপত্তি ছিল বেশি। তাই এর প্রতিষ্ঠালগ্নে ১৯১৯ সালে প্রথমনামকরণ করা হয়েছিল ‘গণেষ নারায়ণ করনেশন ইনস্টিটিউট’। সেই সময়ে বিদ্যালয়েরপ্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন নৃসিংহ প্রমাদ সিদ্ধার্থ। ১৯২২ সালেকলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে এর পরবর্তী নামকরণ হয়লালমরিহাট এইচ.ই. স্কুল। ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সর্বপ্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৬১ সালে বিদ্যালয়টি সরকারেরপাইলট স্কিমের অন্তর্ভূক্ত হয়ে এর পরবর্তী নাম করণ হয় ‘লালমনিরহাট মডেলহাইস্কুল’। মডেল স্কুল হিসাবে দেশব্যাপী পরিচিতি লাভ করে এবং ১৯৮০ সালেরপহেলা জানুয়ারি লালমনিরহাট মহকুমা গঠিত হলে মহকুমা সদরের শ্রেষ্ঠ বিদ্যালয়হিসেবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৮১ সালের ৪ এপ্রিল বিদ্যালয়টিজাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি জাতীয়করণের পূর্বে প্রধান শিক্ষক শ্র্রীশচন্দ্র সান্যাল ও প্রধান শিক্ষক মজিবুর রহমান খন্দকার বিদ্যালয়ের সুনামরক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে যান। ১৯৮১ সালে জাতীয়করণের সময় জাতীয় করণসংক্রান্ত যাবতীয় কার্যাদি সুসম্পন্ন করেন প্রধান শিক্ষক সাহাব উদ-দীন।