Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লালমনিরহাট জেলার নামকরণ
ছবি
ডাউনলোড

লালমনিরহাট নামকরণ সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি

লালমনিরহাটের নামকরণ নিয়ে ইতিহাস ও লোককথায় একাধিক মত প্রচলিত রয়েছে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি মত তুলে ধরা হলো:

  1. লাল পাথরের অনুসন্ধান
    উনবিংশ শতাব্দীতে বেংগল ডুয়ার্স রেললাইন নির্মাণের সময় শ্রমিকেরা মাটি খনন করতে গিয়ে লাল রঙের পাথর আবিষ্কার করে। ধারণা করা হয়, এই লাল পাথরের অনুসন্ধান থেকেই এ এলাকার নাম হয় ‘লালমনি’।

  2. লালমনি নামক মহিলার ভূমি দান
    আরেকটি মতে বলা হয়, ব্রিটিশ রেল কর্তৃপক্ষ যে মহিলার জমি অধিগ্রহণ করে রেললাইন নির্মাণ করেছিল, তার নাম ছিল ‘লালমনি’। তাঁর অবদানকে সম্মান জানিয়ে স্থানীয় জনগণ জায়গাটির নাম রাখে ‘লালমনি’।

  3. কৃষক বিদ্রোহে লালমনি নামক নারীর আত্মত্যাগ
    তৃতীয় মতে, ১৭৮৩ সালে লালমনি নামের এক সাহসী নারী, কৃষক নেতা নুরুলদীনের সঙ্গে যুক্ত হয়ে জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং প্রাণ দেন। তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতিকে ধরে রাখতে এলাকাটি ‘লালমনি’ নামে পরিচিত হয়ে ওঠে।

পরবর্তীতে, ‘লালমনি’ নামের সঙ্গে ‘হাট’ শব্দটি যুক্ত হয়ে ‘লালমনিরহাট’ নামটি প্রতিষ্ঠিত হয়।