এইচ এম রকিব হায়দার
জেলা প্রশাসক, লালমনিরহাট
লালমনিরহাট জেলার ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ প্রয়াস। এতে জেলার সংক্ষিপ্ত পরিচিতি, নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তর সমূহের কার্যক্রম ও কাঠামো ও সেবা সর্ম্পকে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। এ কার্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিজ্ঞপ্তিসমূহ নিয়মিত প্রকাশ ও হালনাগাদ করা হয়। পাশাপাশি যে কোন অভিযোগ বা পরামর্শের জন্য সরাসরি এ তথ্য বাতায়ন (ওয়েবসাইট) ব্যবহার করা যাবে। প্রয়োজনে সরাসরি যে কোন কর্মকর্তাকে ই-মেইল করে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা যাবে। যে কোন সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সেবা লিংকে ক্লিক করে সেবা গ্রহন করা যাবে।
আমরা জানি যে, তথ্য নাগরিক সম্পদ । দেশের জনগণকে যত বেশী তথ্যসেবা দেয়া যাবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ক্ষমতা তত বাড়বে। তথ্য প্রযুক্তির এ অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার একটি উন্নত দেশ গঠনের নিমিত্ত কাজ করে যাচ্ছে। জনগণের দোড়গোড়ায় সেবা পৌছে দেয়ার ক্ষেত্রে জেলা ই-সেবা কেন্দ্র থেকে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখার কার্যাবলী ও সেবাসমূহ তড়িৎ গতিতে প্রদান সম্ভব হচ্ছে। জনগণ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ই-সেবা কেন্দ্রের কাউন্টারে, ডাকযোগে, জেলা তথ্য বাতায়ন, উপজেলা ই-সেবা কাউন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে জমির পর্চা উত্তোলনের আবেদনসহ সকল প্রকার সেবার জন্য আবেদন করতেন পারছেন। ফলে অর্থ, সময় ও শ্রম সাশ্রয়ের মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। দ্রুততম সময়ে, সহজে এবং হয়রানিমুক্ত মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে এ কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশীদের যেকোন দাপ্তরিক সাহায্য প্রদানের জন্য একটি ফ্রন্টডেস্ক স্থাপন করা হয়েছে। সবাইকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহন করে উন্নত বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।
এই ওয়েবসাইটটির মাধ্যমে নিম্নোক্ত তথ্যাদিও জানা সম্ভব হবেঃ
ওয়েবসাইটটিকে অধিকতর জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখি করার স্বার্থে যে কোন মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি, এ ওয়েবসাইটের মাধ্যমে জনপ্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা আরো বৃদ্ধি পাবে।
শুভেচ্ছান্তে
জেলা প্রশাসক
লালমনিরহাট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস