লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৫ এর জেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য জনাব আনিছুর রহমান লাডলা, সোনালী অতীত ক্লাবের আহবায়ক জনাব আব্দুল হাকিম, সাবেক খেলোয়ার জনাব আবুল কালাম বকুল। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার পক্ষে জনাব জাহেরুল হক জিহাদ, জনাব আবু সুফিয়ান, লালমনিরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য জনাব নুরজামাল মঞ্জু, জনাব একরামুল হক, জনাব খালেদুর রহমান, জনাব হেলাল হোসেন কবিরসহ লালমনিরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস