Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বন্ধুসভার উদ্যোগে ‘থ্রি জিরো তত্ত্ব’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিস্তারিত

আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল হলো থ্রি জিরো তত্ত্ব। জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ—এ তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে এ তত্ত্ব গড়ে উঠেছে। এগুলো অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। ১৬ ফেব্রুয়ারি লালমনিরহাটে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলায় বিতর্ক প্রতিযোগিতায় এই ‘থ্রি জিরো তত্ত্ব’ নিয়ে আলোচনা হয়। লালমনিরহাট বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘শুধুমাত্র তরুণেরাই পারে থ্রি-জিরো ধারণাটির বাস্তবায়ন করতে’। পক্ষে বক্তব্য দেয় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিতার্কিক দল এবং বিপক্ষে ছিল লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের বিতার্কিক দল। সার্বিক সহযোগিতায় ছিল লালমনিরহাট জেলা প্রশাসন। পক্ষ দলের বক্তারা তাদের বক্তব্যে তরুণেরা কীভাবে নিত্যনতুন সামাজিক ব্যবসার ধারণাকে বাস্তবে রূপ দিচ্ছে, কীভাবে নতুন সব প্রযুক্তির ব্যবহার করে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছে, কীভাবে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে, সে বিষয় উপস্থাপন করে। উঠে আসে জুলাই অভ্যুত্থানে তরুণদের বিজয়গাথার কথাও। পক্ষ দলের বক্তারা আরও বলে, তরুণেরা তাদের এসব উদ্যোগে নিশ্চিত করছে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, কার্বন নিঃসরণ কমে আসে। বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি তাদের এই উদ্যোগ যেন পরিবেশের ক্ষতি না করে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখছে। এ কারণেই থ্রি-জিরো তত্ত্বের বাস্তবায়ন করা সম্ভব শুধু তরুণদের হাত ধরেই। অন্যদিকে বিপক্ষ দলের বক্তারা বলে, শুধু তরুণদের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়। কারণ, তরুণদের অভিজ্ঞতা কম। তাদের ভুল করার সম্ভাবনা অনেক। এ ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করতে পারেন আমাদের প্রবীণ, অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা। তরুণদের নতুন উদ্যোক্তা হওয়ার জন্য অনেক নতুন নতুন ধারণা থাকতেই পারে; কিন্তু সেই ধারণাগুলো কীভাবে বাস্তবে রূপ দিতে হবে, সেই অভিজ্ঞতা রয়েছে প্রবীণ নাগরিকদের। তাই থ্রি-জিরো তত্ত্বের বাস্তবায়নের ক্ষেত্রে দরকার প্রবীণ অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রণী ভূমিকা। বিতর্কে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি মাসুম রেজা, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক তাজুল ইসলাম, প্রভাষক আসাদুল্লা হিল গালিব। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মাসুম রেজা। অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বিতার্কিকদের চমৎকার উপস্থাপনার জন্য দুই দলকেই অভিনন্দন জানান। পাশাপাশি সময়োপযোগী একটি বিষয়ে বিতর্ক আয়োজনের জন্য লালমনিরহাট বন্ধুসভাকে ধন্যবাদ জানান। বন্ধুসভা যে সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো করে থাকে, সেগুলোরও প্রশংসা করেন। বিতর্কে বিজয়ী হয়েছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে পক্ষ দলের দলনেতা কানিজ ইশরাত।

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/02/2025
আর্কাইভ তারিখ
31/12/2025