লালমনিরহাটে গত ১৭ জুন ২০২১ তারিখে প্রাপ্ত ফলাফলে ৪১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এপর্যন্ত লালমনিরহাটে মোট ১২৬৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সনাক্ত করা গেছে। এর মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১০৮১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮ জন।
করোনা উপসর্গ নিয়ে প্রথম ব্যক্তি ৮ এপ্রিল, ২০২০ তারিখে নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে বাড়িতে ফেরেন। খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ও নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। ১১ এপ্রিল প্রাপ্ত পরীক্ষার ফলাফলে তার কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। দ্বিতীয় রোগীও একই পরিবারের সদস্য। ২৮ এপ্রিল প্রাপ্ত ফলাফলে ৩য় রোগী সনাক্ত হয়। তৃতীয় রোগী আদিতমারী উপজেলার বাসিন্দা। ৪র্থ সনাক্ত ব্যক্তি পাটগ্রাম উপজেলার বাসিন্দা। ১ মে তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস