১। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এ লালমনিরহাট জেলার ২ টি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৯ শে জানুয়ারি, ২০২০ তারিখে রংপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় ফাইনাল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবের ছিচার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝুমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) দুই প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয়েছে পাটগ্রাম দল। ২১ সেপ্টেম্বর বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৬টি বালক ও ৬টি বালিকা দল অংশ নেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস