মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়- এর সার্বিক দিকনির্দেশনায় প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।
এরই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই এর উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে।
মেলা আয়োজনের বিস্তারিতঃ
জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিতে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS