জেলা প্রশাসক, লালমনিরহাট এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র:
বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক “ছিটমহল হস্তান্তর চুক্তি” সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ জেলার দীর্ঘ দিনের ছিটমহল সমস্যার সমাধান করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের উপস্থিতিতে বিগত ২৭/১১/২০১৫ খ্রিঃ “শিশু বিবাহ মুক্ত জেলা” ঘোষণার মাধ্যমে উচ্চ শিশু বিবাহপ্রবণ এ জেলাকে কার্যত শিশু বিবাহ মুক্ত জেলায় পরিণত করা হয়েছে। শিক্ষা দেশ ও জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণে জেলার ২৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৯৬টিতে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হয়েছে এবং পাবলিক পরীক্ষাসমূহ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হচ্ছে। নির্বাচন পরিচালনা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসমূহ সুষ্ঠূ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে। অধিকন্ত ১৪৫৬টি মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে ৩৪৮২টি মামলা নিষ্পত্তি করে যৌন হয়রানি রোধ ও সামগ্রিক আইন-শৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নয়ন সাধন করা হয়েছে। রাজস্ব প্রশাসন জেলা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জেলার রাজস্ব প্রশাসন ব্যবস্থায় সংস্কার ও গতিশীলতা আনয়নের ফলশ্রুতিতে ৪১৭৭৬টি মিউটেশন কেস নিষ্পত্তির মাধ্যমে রেকর্ড হালনাগাদকরণ, রেন্ট সার্টিফিকেট মামলা নিষ্পত্তির মাধ্যমে আদায় ১,৬৭,৪১,৩৮১/-টাকা, অর্পিত সম্পত্তি লীজ নবায়নের মাধ্যমে আদায় ৩৫,১৫,৮২১/৬২ টাকা, ভূমি উন্নয়ন কর আদায় ৬,৩২,৬৬,৯৫৫/- টাকা, কর বর্হিভৃত রাজস্ব আদায় ৪২,৬৯,০১৬/- টাকা, ৩৩০টি ভূমিহীন পরিবারকে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, ১০টি গুচ্ছগ্রাম নির্মাণ করা সম্ভব হয়েছে। ডিজিটাল পদ্ধতি অন্তর্ভূক্তির মাধ্যমে জেলা প্রশাসনের হেল্প ডেস্ক থেকে জরুরি ০৩ দিন এবং সাধারণ ০৭ দিনের মধ্যে এবং ইউডিসি থেকে স্বল্পতম সময়ের মধ্যে খতিয়ানের নকল সরবরাহ করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS