নাম | উৎস স্থান | মজুদের পরিমান | উত্তোলনের বর্তমান অবস্থা | ভবিষ্যত সম্ভাবনা |
পাথর | পাটগ্রাম | পরিমিত নয় | ইজারার মাধ্যমে উত্তোলন চলছে | এ পাথর নির্মাণ কাজের জন্য দেশ জুড়ে সমাদৃত। সঠিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে এ পাথর উত্তোলিত হলে তা থেকে সরকারের রাজস্ব আয় অনেক বাড়বে। |
বালি | পাটগ্রাম উপজেলা ও ধরলা নদী | পরিমিত নয় | ইজারার মাধ্যমে উত্তোলন চলছে | নির্মাণ কাজের জন্য এ বালি উত্তম বলে বিবেচিত। তাছাড়া এটি কাঁচ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই চলছে। |
নদী সংলগ্ণ এলাকা গুলোতে সিলিকেট ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ পাথরের অসিতত্ব বিদ্যমান। লালমনিরহাট সদর উপজেলার ভূ- গর্ভে প্রচুর পরিমান নিকেল আকরিক রয়েছে বলে বিশেষজ্ঞের অভিমত পাওয়া যায়। তাছাড়া জেলার ভূ- গর্ভে উন্নতমানের কঠিন শিলা, চুনা পাথর, মার্বেল পাথর, সাদামাটি রয়েছে বলে ধারণা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS